সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

হিমায়িত চিংড়ি-মাছ রপ্তানিতে সোর্স ট্যাক্স ০.২৫% করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাজেটে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির ওপর আরোপিত ১ শতাংশ সোর্স ট্যাক্সকে ০.২৫ শতাংশে রূপান্তর করে চূড়ান্ত ট্যাক্স হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ দাবি জানান। প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ জানান, কাঁচামাল সংকটের কারণে মাত্র ১৫ শতাংশ উৎপাদন ক্ষমতার হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো পরিচালিত হওয়ায় রপ্তানিকারকরা অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে তীব্র প্রতিযোগিতায় পড়ছেন। এর ফলে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরো, রুবল ও ইয়েনের মূল্যস্ফীতি ঘটায় হিমায়িত চিংড়ি ও মাছের রপ্তানিমূল্য কমে গেছে। ব্যবসায়ীরা কমমূল্যে পণ্য বিক্রিতে বাধ্য হচ্ছেন।

এ ছাড়া প্রতিষ্ঠানটির নেতারা হিমায়িত খাদ্য রপ্তানিতে সরকার প্রদত্ত ক্যাশ ইনসেনটিভের ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ কাটা বন্ধ করার প্রস্তাবও করেন। তৈরি পোশাক খাতের মতো হিমায়িত খাদ্য রপ্তানিতে করপোরেট করহার নন-পাবলিক, পাবলিক ও সবুজ কারখানার ক্ষেত্রে যথাক্রমে ১৫ শতাংশ, ১২.৫ শতাংশ এবং ১২ শতাংশ নির্ধারণে অনুরোধ করেন তারা।

সর্বশেষ খবর