বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

শ্রমজীবী নারীর জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সালমা ওসমান লিপি

শ্রমজীবী নারীর জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

দেশের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাজস্ব আয় অর্জনে নারায়ণগঞ্জে হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠানে শ্রমজীবী হয়ে কাজ করছেন নারীশ্রমিকদের বৃহৎ একটি অংশ। জীবিকা অর্জনের পাশাপাশি তারা  দেশের উন্নয়নে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।      কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি, কর্মজীবী নারীরা অনেক ক্ষেত্রে অসহায়। শ্রমজীবী নারীর জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নানা কাজে তারা শুধু শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের ভবিষ্যৎ কোনো আর্থিক নিরাপত্তা বলয় গড়ে ওঠেনি বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান   সালমা ওসমান লিপি।

তাই তিনি বলেন, আগামী বাজেটে নারীশ্রমিকদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাব, যাতে নারীশ্রমিকরা কর্মজীবন শেষ করে পেনশনের মতো একটি আর্থিক সুবিধা পান। তারা যেন বৃদ্ধ বয়সে কারও বোঝা হয়ে না থাকেন। এতে প্রতিটি জেলায় নারীদের জন্য জায়গা বরাদ্দ, এককালীন আর্থিক বরাদ্দ, মাতৃত্বকালীন বরাদ্দ, অসুস্থতকালীন বরাদ্দ, বেকারকালীন বরাদ্দসহ নানা উদ্যোগ নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে বাজেটে যেন বিশাল বরাদ্দ যুক্ত করা হয়।

সর্বশেষ খবর