বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

ঢাকা ওয়াসার পানির দাম আবারও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসা পানির দাম আরেক দফা বাড়াচ্ছে। আগামী জুলাই থেকে নাগরিকদের খরচ বাড়ছে ৫ শতাংশ। গত সোমবার ওয়াসার বোর্ড মিটিংয়ে আবাসিক ও বাণিজ্যিক স্তরের পানির দাম এই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়; যাকে ‘মূল্য সমন্বয়’ বলছে ওয়াসা। পানির দাম ৫ শতাংশ বৃদ্ধি করার কারণে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ১৮ পয়সা বৃদ্ধি পাবে। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা বৃদ্ধি পাবে। গত বছরের এপ্রিলেও পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের আগস্টে পানির ‘মূল্য সমন্বয়’ করে ওয়াসা।

সর্বশেষ খবর