বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

এক দশকে রাজশাহীতে সবুজ বিপ্লব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক দশকে রাজশাহীতে সবুজ বিপ্লব

রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণে একরকম বিপ্লব হয়েছে গত এক দশকে। ফলে সবুজ নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। পেয়েছে বিশ্ব স্বীকৃতিও। ইতিমধ্যে নগরীকে আরও সবুজ করতে ১৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগামীতে প্রতিটি প্রকল্পে সবুজকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মেয়র। রাজশাহী মহানগরীর রাস্তার মাঝে সারি সারি গাছ। সবুজের আভা সড়কজুড়ে। তাতে আছে নানা রকম ফুল। রাজশাহী মহানগরীর এমন সবুজ কাছে টানে সব বয়সী মানুষকে। টানা লকডাউনে আগের চেয়ে নগর হয়েছে বেশি সবুজ। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বেড়েছে। এখনো প্রত্যাশিত সবুজ হয়নি নগরী। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সবুজ বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ছাড়াও নগরীর ভিতরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, সেগুলোর মাধ্যমে বৃক্ষরোপণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পদ্মাপারের নৈসর্গিক পরিবেশের আড্ডা, মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি, সবুজের মেলবন্ধন মুগ্ধ করছে সবাইকে।

২০১৬ সালে রাজশাহী পরিবেশ দূষণ রোধে বিশ্বে প্রথম হয়েছিল। ২০০৬, ২০০৯ ও ২০১২ সালে দেশে বৃক্ষরোপণে প্রথম হয়। আগামী বাজেটে সিটি করপোরেশন অতিরিক্ত বরাদ্দ রাখছে। পাওয়া গেছে সরকারি থোক বরাদ্দও। মেয়র জানান, আগামী বাজেটে বৃক্ষরোপণে অতিরিক্ত বরাদ্দ থাকছে। এ ছাড়া নগরীকে আরও সবুজ করতে গত ২০ মে সরকারিভাবে আরও ১৪ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। শিগগিরই সিটি করপোরেশনকে সেই টাকা দেওয়াও হবে।

মেয়র বলেন, রাজশাহী মহানগরীর নেওয়া প্রতিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে বৃক্ষরোপণ। যা নগরীকে সবুজ করতে সহায়তা করছে। এ ধারা প্রতিটি প্রকল্পে থাকবে। দেশে ও দেশের বাইরে রাজশাহীর পরিচিতি হবে সবুজ নগরী-এমন পরিকল্পনা নিয়েই কাজ চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর