বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

ওয়াটার গ্রিড লাইন চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

ওয়াটার গ্রিড লাইন চালুর পরিকল্পনা

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে নিরাপদ পানি সরবরাহে ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন চালুর পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া, আঞ্চলিক পানি সমস্যা সমাধানে আন্তঃসীমান্ত ওয়াটার গ্রিড লাইন চালু করার জন্যও সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী। ‘দ্য রিজিওনাল সেন্টার অন আরবান ওয়াটার ম্যানেজমেন্ট’-এ গভর্নিং বোর্ড মিটিং-২০২১ এ ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত হওয়া ছাড়াও দেশের কিছু কিছু এলাকায় নিরাপদ সুপেয় পানি সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল ওয়াটার গ্রিড লাইন তৈরির মাধ্যমে জোন এবং সাব-জোন করে পানি সরবরাহ করতে পারলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

তাজুল ইসলাম পানি এবং স্যানিটেশন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন অর্জন বিশেষ করে সুপেয় পানির কাভারেজ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার, স্যানিটেশন সংক্রান্ত পদক্ষেপসমূহ গভর্নিং বোর্ড সভায় উপস্থাপন করলে উপস্থিত সবাই প্রশংসা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর