বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

নতুন ঘরের স্বপ্ন বুনছে ১৩৫১ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ১৩৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘর উপহার দেওয়া হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় তাদের দুই শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষের সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৯০ হাজার টাকা করে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা। চারপাশে ইটের শক্ত গাঁথুনি, ওপরে রঙিন টিন দিয়ে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। নতুন ঘরের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে ভূমিহীন পরিবারগুলোর। জানা যায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে খুলনার ডুমুরিয়ায় ৫০০টি, রূপসায় ২১৫টি, পাইকগাছায় ৩০০টি, দাকোপে ২০০টি, তেরখাদায় ৪০টি, বটিয়াঘাটায় ৩০টি, কয়রায় ৩০টি, দিঘলিয়ায় ৩০টি ও ফুলতলায় ৬টি ঘর নির্মাণাধীন রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, নির্মাণাধীন প্রতিটি ঘরের গুণগত মান ও উপকরণ সামগ্রী মানসম্মত কি না যাচাই করা হচ্ছে। মুজিববর্ষে খুলনার শতভাগ দরিদ্র জনগোষ্ঠী ‘যাদের জমি নেই ঘর নেই’ তাদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে জমি ও ঘর দেওয়া হচ্ছে।

এর আগে প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে সরকারি ব্যবস্থাপনায় খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষের সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৫০৮৮টি ভূমিহীন পরিবারকে স্থায়ী জমি ও ঘর দেওয়া হবে। এদিকে চমৎকার পরিবেশে নির্মাণাধীন মানসম্মত টেকসই ঘর দেখে আনন্দিত ভূমিহীন পরিবারগুলো। তারা বলছেন, ‘সারা জীবন পরের বাড়িতে কাজ করে পরের জমিতে ঘর বেঁধে থেকেছি। কোনো দিন নিজের জমি নিজের নতুন ঘর হবে ভাবিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’ জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, এসব জমি ও ঘর পেয়ে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর