বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের এক সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মহামারী করোনার অজুহাত দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো মানে হয় না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অদূরদর্শী এ সিদ্ধান্তের কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়বে যা একটি দেশের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সভায় মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর