বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

যেভাবে উদ্ধার হলো ডুবোচরে আটকা ১২ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াসের প্রভাবে উত্তাল সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকেপড়া পাথরবাহী একটি লাইটার জাহাজে আটকা পড়েছিল ১২ জন নাবিক। প্রচন্ড ঢেউয়ের পানি ঢুকে ডুবন্ত প্রায় জাহাজটির নাবিকরা এ সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রায় ১৫ ঘণ্টা পর বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধার করে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ১ হাজার ৯০০ টন পাথর নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম এমভি সান ভেলি-৪।   বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মীর মাহমুদ হোসেন  বলেন, জাহাজটি থেকে নাবিকরা পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। পরে বিষয়টি পুলিশ বিভাগ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে জানানো হয়। শুরুতে প্রচন্ড বাতাসের কারণে উদ্ধার কার্যক্রম চালানো যায়নি।

আবহাওয়া উদ্ধার কার্যক্রমের উপযোগী হলে বিমানবাহিনীর দুটি মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছায় বেলা দেড়টায়। সেখানে জাহাজটির ওপর ‘উইনচিং কেবল’ ফেলে নাবিকদের হেলিকপ্টারে তোলা হয়। পরে পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এনে তাঁদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর