শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

সিটি ব্যাংক ও বনানী ক্লাবের মধ্যে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারে চুক্তি

সিটি ব্যাংক ও বনানী ক্লাবের মধ্যে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারে চুক্তি

সিটি ব্যাংক ও বনানী ক্লাব লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের কর্মকর্তারা

সম্প্রতি সিটি ব্যাংক ও বনানী ক্লাব লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী বনানী ক্লাবের ১ হাজারের বেশি সদস্য এখন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফরম সিটিটাচ ব্যবহার করে বিল ও ফি দিতে পারবেন। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বনানী ক্লাবের প্রেসিডেন্ট ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুবেল আজিজ এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ, ডিজিটাল ফিন্যানশিয়াল সার্ভিস বিভাগের প্রধান জাফরুল হাসান, আইটি বিভাগের প্রধান মোহাম্মদ আনিসুর রহমান এবং বনানী ক্লাবের পরিচালক অর্থ আবদুল গাফফার মোল্লা, পরিচালক প্রশাসন মাকিন-উর-রশিদ (রসি)সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর