শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

অতিরিক্ত যাত্রী পরিবহনের প্রতিবাদ করায় মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে একই পরিবারের তিন যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাসে অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে ঝালকাঠী বাসমালিক সমিতির ‘মুহিন ফয়সাল’ পরিবহনের বাসের সুপারভাইজার মুন্নার নেতৃত্বে তাদের মারধর করা হয় বলে জানা গেছে। মারধরের শিকার মঠবাড়িয়ার শামীম সিকদার জানান, তার মা হাসনুর বেগম, ভাগ্নে বৌ কারিমা ও কারিমার সাত বছরের মেয়ে মুনিয়াকে নিয়ে মঠবাড়িয়ার উদ্দেশে বাসে উঠেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর