মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

মূল্য সংশোধনে সূচকের পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা চার দিন ঊর্ধ্বমুখী থাকার পর শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা কমেছে। সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। গতকাল সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমে ১৭ পয়েন্ট। এই দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন বলছেন বাজার বিশ্লেষকরা। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। চলতি সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করে। গতকালের লেনদেনে ফের ৬ হাজার পয়েন্টের নিচে নেমেছে সূচক। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯০ পয়েন্টে নেমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ২০৩টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৮৮ টাকা ৪০ পয়সা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে ১৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে।

 বিপরীতে ১৬৯টির দাম কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর