মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

রাজধানীর দক্ষিণখানে স্বামী খুনে স্ত্রীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টকর্মী আজহার হত্যা মামলায় তার স্ত্রী আসমা আক্তার এবং স্থানীয় মসজিদের ইমাম আবদুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রবিবার তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন। এর আগে পুলিশি হেফাজতে নিয়ে চার দিনের জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই অনুজ কুমার সরকার। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি উল্লেখ করে তা নিতে বিচারকের কাছে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর মহানগর হাকিম আবু সুফিয়ান আসামি আসমার এবং মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল আসামি আবদুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন।

এরপর আদালত আসমা ও আবদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

জবানবন্দিতে দুজন কী স্বীকারোক্তি দিয়েছেন, তা জানা যায়নি। তবে র‌্যাব জানিয়েছে, তারা দুজন পরিকল্পনা করে আজহারকে হত্যা করেন। আসমার সঙ্গে আবদুর রহমানের সম্পর্ক ছিল। তার জেরে দুজনের পরিকল্পনায় ১৯ মে আজহারকে মসজিদে নিজের কক্ষে ডেকে নিয়ে হত্যা করেন আবদুর রহমান। পরে লাশ টুকরা টুকরা করে সেপটিক ট্যাংকে ভরে রাখেন।

গত ২৫ মে ভোররাতে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারের খ- খন্ড গলিত লাশ উদ্ধার করে র‌্যাব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর