মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

করোনা পজিটিভকে নেগেটিভ করত চক্রটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যে কোনো অপারেশনের জন্যে রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। যেসব রোগীর করোনা পজিটিভ রিপোর্ট আসত সেগুলো নেগেটিভ করে দিত একটি চক্র। বিনিময়ে হাতিয়ে নিত নানা অঙ্কের টাকা। রবিবার বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের আল মেডিকেল ফার্মায় অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন মনির হোসেন ও রফিকুল ইসলাম ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি কি-বোর্ড ও দুটি নকল টেস্ট রিপোর্ট উদ্ধার করা হয়। ডিবির লালবাগ বিভাগের এডিসি মো. সাইফুর রহমান আজাদ জানান, ঢামেক হাসপাতালে যে কোনো অপারেশনের জন্য করোনার নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয়। চক্রটি ঢামেক হাসপাতালে চিকিৎসারত রোগীদের অপারেশনের জন্য করোনার পজিটিভ রিপোর্ট পরিবর্তন করে নেগেটিভ রিপোর্ট তৈরি করত। ক্যান্সার আক্রান্ত এক রোগীর অপারেশনের জন্য ২ হাজার টাকার বিনিময়ে তারা একটি করোনা নেগেটিভ রিপোর্ট তৈরি করে দেয়।

 ঢামেকের নাক-কান-গলা বিভাগে নিয়ে গেলে কর্তৃপক্ষ রিপোর্টটি ভুয়া শনাক্ত করেন। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বংশাল থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর