শিরোনাম
মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
স ং ক্ষি প্ত

সব কার্যদিবসে বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

হাই কোর্টে আজ থেকে ২১ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংকটের মধ্যে থমকে যাওয়া বিচার কার্যক্রমে গতি আনতে প্রতিদিন আপিল বিভাগের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আজ থেকে প্রতিদিন (রবি থেকে বৃহস্পতিবার) ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চলবে বলে গতকাল সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যদিকে বিচার কাজ আরও গতিশীল করতে হাই কোর্ট বিভাগে আরও পাঁচটি বেঞ্চ বাড়ানো হয়েছে। মোট ২১টি বেঞ্চে হাই কোর্ট বিভাগের বিচার কাজ চলবে ভার্চুয়াল পদ্ধতিতে। পুনর্গঠন করা বেঞ্চের তালিতা সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব আদালত বন্ধ হয়ে যায়। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে বিচার শুরু হয়। গত ১২ এপ্রিল থেকে ভার্চুয়ালি সপ্তাহে তিন দিন আপিল বিভাগ বিচার কাজ শুরু করে। আর হাই কোর্টের কিছু বেঞ্চ সীমিত পরিসরে বিচার কাজ চলে। আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে সরকারি ছুটি ব্যতীত রবি থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর