বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি দায়িত্ব গ্রহণের পর গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন -বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ বি এম আজাদ এনডিসি। গত ৩১ মে তিনি নতুন এ দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর গতকাল তিনি ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর আগে চলতি বছরের ১৮ মে সরকারের অতিরিক্ত সচিব থেকে সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। বিপিসিতে যোগদানের আগে তিনি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), চট্টগ্রাম বিভাগ পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ১০ ব্যাচের একজন কর্মকর্তা। বর্ণাঢ্য জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। দুই বছরের বেশি তিনি জেলা প্রশাসক হিসেবে কুড়িগ্রাম জেলায় ব্যাপক জনপ্রিয়তা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় কুড়িগ্রাম জেলায় গৃহীত ‘আইসিটি বেজড ইনফরমেশন টু স্টপ চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের জন্য ২০১৮ সালে জনপ্রশান পদক পান। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলাকে শতভাগ সেনিটেশনের আওতায় আনারর জন্য ‘১০০% স্যানিটেশন ফর উপজেলা’ বিষয়ে সনদপ্রাপ্ত হন। এ বি এম আজাদ শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর