বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে ২০২১-২০২২ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। একইসঙ্গে মোট বাজেটের ২৮ দশমিক ৬২ শতাংশ বরাদ্দ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ ভাগ বাড়ি ভাড়া প্রদান ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানায় সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন দফতর সচিব অধ্যাপক কাজী মুহাম্মদ মাইন উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি। শিক্ষাপ্রতিষ্ঠান দলীয়করণের কারণে ছাত্র-ছাত্রীরা কাক্সিক্ষত শিক্ষা অর্জন করতে পারছে না। শিক্ষকরাও সরকারি নীতিমালা অনুযায়ী পাঠদানে অক্ষম। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে। অনেক ক্ষেত্রেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শিক্ষকদের ওপর বিভিন্ন রকমের হয়রানি ও নির্যাতন করে।

আবার কমিটির কথামতো প্রতিষ্ঠানের ফান্ড লুটপাট করতে না দিলে প্রধান শিক্ষক/অধ্যক্ষদের চাকরিচ্যুত করেন।

তিনি বলেন, চাকরি নিরাপত্তা, আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা না থাকায় মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে চান না। মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে হলে চাকরি জাতীয়করণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সুশিক্ষার জন্য প্রয়োজন জাতীয়করণ। জাতীয়করণের জন্য শিক্ষক কর্মচারী ঐক্যজোট বাজেটে জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের অন্তত ২৮ দশমিক ৬২ ভাগ শুধু শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর