বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা
দুদকে মামলা

খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুদক খুলনার উপপরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার/জারিকারক এম এম নাহিদুল ইসলাম এবং মো. নাজমুল হাসান। জানা যায়, ২০১৯ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত আসামিরা ভুয়া বিলভাউচার তৈরি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচীর স্বাক্ষর জাল করে বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেয়। সেখানে অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ভুয়া বিলভাউচারের বিপরীতে ১ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা খানজাহান আলী রোডের জনতা ব্যাংকে ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ নামের হিসাবে জমা হয়।

পরে ওই টাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভুয়া স্মারক ব্যবহার করে একই ব্যাংকে দুই আসামির আলাদা হিসাব নম্বরে জমা দেওয়ার জন্য বলা হয়। এই চিঠি যাচাই না করে ব্যাংকে আসামিদের ব্যক্তিগত হিসাবে ওই টাকা জমা হলে আসামিরা উত্তোলন করে আত্মসাৎ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক খুলনা উপপরিচালক মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সোমবার দুদক কার্যালয়ে মামলা দায়ের হয়। বিষয়টি আরও তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর