বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে সামান্য উত্থান বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিন শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান হয়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজরে মূল্যসূচকের বড় উত্থান হয়। টানা বাড়ার পর সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়। গতকাল লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সূচকের বড় উত্থান হয়। কিন্তু প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষ হতেই একের পর এক প্রতিষ্ঠানের দাম কমতে থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় মাত্র দুই পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৯৩ পয়েন্টে উঠে এসেছে।

 লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৫৪টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৯০৩ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১০২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবিসি ব্যাংকের ৫৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে। ১২৯টির দাম কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর