বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় সরকার সমর্থক দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ নেতাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরের দিকে শেরপুর থানায় মামলা হয়েছে। হামলায় আহতরা হলেন- শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক সেখ, তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফেরদৌস জামান বাবু, মোহাম্মদ রনিসহ ছয়জন। অপর পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির ছেলে আবির আহম্মেদ বনি, খালিদ হাসান, হৃদয় হাসানসহ চারজন।

আহতদের মধ্যে ফেরদৌস জামান বাবু ও আবির আহম্মেদ বনি বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় মানিক সেখের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর