বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

মাদক কর্মকর্তাদের পোশাক বদলে গেল

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার পুলিশের ইউনিফর্মের আদলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গেজেট প্রকাশ হয়েছে। আসছে অর্থবছর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের নতুন পোশাকে দেখা যাবে। গত ৩০ মে বাংলাদেশ প্রতিদিনে ‘বদলে যাচ্ছে মাদক কর্মকর্তাদের পোশাক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

গতকাল ডিএনসির সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, দ্রুত পোশাক সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা দ্রুততার সঙ্গে পোশাকের ব্যাপারে কাজ করছেন। নতুন ইউনিফর্ম অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহাকারী পরিচালক, প্রসিকিউটর, পরিদর্শক, সহকারী প্রসিকিউটর, উপ-পরিদর্শক, সিপাহি, ওয়ারলেস অপারেটর এবং গাড়ি চালকের জন্য প্রযোজ্য হবে। বিনামূল্যে দেওয়া হবে এ ইউনিফর্ম। তবে চতুর্থ শ্রেণির কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত পোশাকেই থাকবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর