শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

খুলনার দুই ইউনিয়নে নির্বাচনী উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়ার গাজীরহাট ও বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এর মধ্যে গতকাল বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ বাজার এলাকা থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, ককটেলসদৃশ বস্তু, ছোরা ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই স্থানে গেলে অস্ত্র ও মোটরসাইকেল রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে গাজীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোল্যা আঃ রউফকে দল থেকে বহিষ্কার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল গাজীরহাট মাঝিরগাতীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোল্যা জালালউদ্দিন। পুলিশ জানায়, বারাকপুরে উদ্ধার হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে। অপরদিকে গত ৩০ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়।

এ ঘটনায় দুটি মামলায় মোট আসামি ২৭৪ জন। ঘটনার পর থেকে হামলা, ভাঙচুর লুটপাট ও হয়রানির ভয়ে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। দিঘলিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর