রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

সরকারি কর্মচারীদের দাবি সর্বনিম্ন বেতন ২৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণসহ ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বৈষম্যের অবসান, বেতন-ভাতাদি বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন। প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি মো. হেদায়েত হোসেন। বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ভূঞা। ফেডারেশনের দাবিগুলো হলো- ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের প্রতিটি গ্রেডের মধ্যবর্তী ব্যবধান যৌক্তিক করা এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা। সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীর পদবি ও বেতন বৈষম্য দূর করা।

এলাকাভেদে ৭০ থেকে ১০০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, বিনা ব্যয়ে চাকরিরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল প্রকার চিকিৎসা সুবিধা প্রদান, যাতায়াত ভাতা, টিফিন ভাতা ও চিকিৎসা ভাতা যৌক্তিকভাবে বৃৃদ্ধি করা। স্বল্পমূল্যে রেশন অথবা রেশন ভাতা, দায়িত্বের প্রকারভেদে ঝুঁকিভাতা প্রদান প্রভৃতি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, কার্যকরী সভাপতি মো. আবদুল হাই মোল্যা ও শরীফ আবুল খায়ের, মহানগর সভাপতি মো. হারুনুর রশীদ, কার্যকরী সভাপতি মো. ফরিদুর রহমান, কেন্দ্রীয় সহসভাপতি সালাহ উদ্দিন আহমেদ, মো. মহসিন ভূইয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, আবদুল হালিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর