সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

দরজা ভেঙে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইশরাত জাহান তুষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল কোয়ার্টারের ১৮ নম্বর বাসার নিচতলা থেকে ফায়ার সার্ভিসকর্মীরা টয়লেটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা  মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সহপাঠী ও রুমমেটদের ধারণা, শ্বাসকষ্টজনিত কারণে তুষ্টির মৃত্যু হতে পারে। তুষ্টির রুমমেট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাহনুমা তাবাসসুম রাফি বলেন, ‘শনিবার বিকালে কয়েকজন নিউমার্কেট গিয়েছিলাম। নিউ মার্কেট থেকে ফেরার পথে সবাই হালকা বৃষ্টিতে ভিজি। আমরা জানতাম না তুষ্টির অ্যাজমার সমস্যা রয়েছে। তুষ্টি বলেছিল তার কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে। রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন তুষ্টি মুভি দেখছিল বা ফোন স্ক্রল করছিল। সকাল বেলা বাসার মালিকের ডাকাডাকিতে আমাদের ঘুম ভাঙে। তিনি জানতে চান টয়লেটের দরজা বন্ধ কেন? অনেকক্ষণ কলের পানি পড়ছে। তখন আমরা দেখি টয়লেটের দরজা বন্ধ, কিন্তু তুষ্টি বিছানায় নেই।

অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও দরজা খুলতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিস কর্মীরা এসে সকাল ৬টায় তাকে উদ্ধার করে। তুষ্টি চলতি মাসেই এ বাসায় সাবলেট হিসেবে উঠেছিলেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম  গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। আমরা তার মৃত্যুর কারণ খতিয়ে  দেখছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর