মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শূূরা সদস্য মুহাম্মদ রেজাউল করীম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মহানগরীর সাবেক সভাপতি প্রকৌশলী এস এম ছাব্বির রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, দীর্ঘ ১৫ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা কোনো উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইন গেমস, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

 যথাযথ সুরক্ষা নিশ্চিত করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা একই দাবিতে বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর