মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশি জনগণের জীবন রক্ষায় জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। গতকাল সহায়তার চালানটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। এ সহায়তার মধ্য দিয়ে শুধু করোনা মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট স্বাস্থ্য সহায়তার পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক-আমেরিকা তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইআরডি কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জরুরি চিকিৎসা সরঞ্জামের মধ্যে স্বাস্থ্যসেবার সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ, অক্সিজেনের মাত্রা নিরূপণ করার যন্ত্র অক্সিমিটার রয়েছে। ইউএসএআইডি এর আগেও দুবার বিমানযোগে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর