মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ মৌকে রবিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, মৌর শরীরের ৪৬ ভাগ পুড়ে গেছে। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে মৌ নিজের গায়ে আগুন দিয়েছেন। মৌর খালা হালিমা আক্তার জানান, মৌ একটি বেসরকারি টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার হিসেবে চাকরি করত। ৮-১০ বছর আগে মৌর বিয়ে হয়েছিল। ওই চ্যানেলের ক্যামেরাপারসন ইরফান হাইয়ুমের সঙ্গে মৌর সম্পর্ক হয়। ইরফান মৌকে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স করাতে বাধ্য করে। পরে ইরফান মৌকে বিয়ে করেছে কি না তা জানা নেই। ইরফান আগে দুটি বিয়ে করেছেন। বর্তমানে দ্বিতীয় স্ত্রী হালিমাকে নিয়ে মিরপুর-৬ নম্বর সেকশনে থাকেন। রবিবার রাতে মৌর দগ্ধের খবর শুনতে পেয়ে বার্ন ইনস্টিটিউটে এসে তাকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। ইরফানই তাকে হাসপাতালে নিয়ে আসেন। ঈদের পর মৌ কাজীপাড়ায় তার বাবার বাসা থেকে চলে যায়। তবে মাঝে একবার ইরফানের দ্বিতীয় স্ত্রী আমাদের ফোন দিয়ে বলে, মৌকে ওই বাসা থেকে নিয়ে যেতে। মিরপুর থানার এসআই মঞ্জুর রাহি দগ্ধ মৌর বরাত দিয়ে জানান, পাঁচ বছর আগে ইরফানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ইরফান তাকে বাসায় তুলতে চাচ্ছিল না। এ নিয়ে রবিবার রাতে ইরফানের বাসার সামনের রাস্তায় নিজের গায়ে আগুন দেয় মৌ। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য ইরফানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর