বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

বড় উত্থানে ফিরল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের আগের দুই দিন দরপতন হয়। গতকাল বড় উত্থানে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। আগামী অর্থবছরের বাজেট ঘোষণার পর তিন দিনের লেনদেনে দুই দিন সূচক কমেছে এক দিন বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ায় সূচক ৬ হাজার পয়েন্টের ওপরে ফিরে আসে। যা আগের দুই দিনে নেমে গিয়েছিল। প্রস্তাবিত বাজেট দেওয়ার পর প্রথম দিন ১০ বছর বা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন হয়। তবে দরপতন হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের। পরের দিন সোমবার মূল্যসূচকের পতনের সঙ্গে কমে লেনদেন। তবে ডিএসইতে ২ হাজার কোটি টাকার ওপরে  লেনদেন হয়। সূচক কমে ৭৮ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৪৫টির।

 আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৫ কোটি ৭৫ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ৮৩ কোটি ২৮ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব  থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের  শেয়ার। কোম্পানিটির ১৫৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১০ পয়সা বেড়ে দিনশেষে দর ছিল ৯১ টাকা ১০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭৬ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। ১১১টির দাম কমেছে এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর