বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

গোল্ডেন মনিরসহ চার জনের ১৭০ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ চারজনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। ব্যাংক হিসাব জব্দ হওয়া অন্য তিন আসামি হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, রিয়াজের ভাই হায়দার আলী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোল্ডেন মনিরসহ চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী ১৭০টি ব্যাংক হিসাব জব্দ করার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

গত ১১ মে সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত বছরের ২২ নভেম্বর র‌্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক রাখায় গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাছাড়া ১০ দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়। মোট তিন মামলায় গ্রেফতার গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর