বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষকদের অনশন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ব্যানারে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচি থেকে পূর্বঘোষিত ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষকরা। একই সঙ্গে বাজেটে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনগুলোর পুনর্বাসনে আর্থিক বরাদ্দের দাবি জানায় সংগঠনটি। অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার বক্তব্যে বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলো শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা পালন করছে। করোনা মহামারীতে সরকারের আর্থিক সহায়তা না পাওয়ায় কিন্ডারগার্টেন শিক্ষকরা দিশাহারা হয়ে পড়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকায় এ স্কুলগুলো ও স্কুলের শিক্ষকরা অনেক সংকটে রয়েছেন। সরকার যদি এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সহযোগিতা না করে তবে প্রায় ৭৫ শতাংশ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাবে। আমরা চাই চলতি বাজেটে কিন্ডারগার্টেন স্কুলগুলো টিকিয়ে রাখার স্বার্থে বরাদ্দ রাখা হোক।

প্রতীকী অনশন কর্মসূচিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ডা. মো. আবদুল মাজেদ, মাহমুদুল হক চৌধুরী, যুগ্মমহাসচিব মো. ফারুখ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর