শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

ঢাবিতে কমিউনিটি ক্লিনিক চেয়ার প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি ক্লিনিক চেয়ার প্রতিষ্ঠা করা হবে। গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে কমিউনিটি ক্লিনিক : ‘জাতির পিতার স্বপ্ন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কমিউনিটিকে যুক্ত করাই হলো বিশ্ববিদ্যালয়ের কাজ। কমিউনিটি ক্লিনিক যেহেতু একটি কমিউনিটির সব মানুষকে নিয়ে কাজ করে, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত কমিউনিটিতে যুক্ত হওয়া। কমিউনিটি ক্লিনিক কমিউনিটিতে কাজ করছে। সেই কাজ যারা করছেন তাদের স্বীকৃতি দেওয়া উচিত। এই কমিউনিটি ক্লিনিক চেয়ার প্রতিষ্ঠা করে কমিউনিটিতে যারা অবদান রাখছেন তাদের স্বীকৃতি দেওয়া হবে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার আশ্বাস দেন উপাচার্য। গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি গ্রুপ অ্যান্ড কমিউনিটি সাপোর্ট গ্রুপের ন্যাশনাল কো-অর্ডিনেটর শাহানা পারভীন। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবদুল আজিজ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসেম খান, পরিবার পরিকল্পনা অধিফতরের মহাপরিচালক সাহাস আরা বানু, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তুলসী রঞ্জন সাহা, কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর (ভারপ্রাপ্ত) ডা. মাসুদ রেজা কবীর। এ ছাড়া গীতা রানী দেবী, মো. আনিসুর রহমান ও মমতাজ আযম মিষ্টি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর