শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে সমাবেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে গতকাল শাহবাগে সাধারণ চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ -বাংলাদেশ প্রতিদিন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবিতে সমাবেশ করেছে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। গতকাল বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করেন সংগঠনের সদস্যরা। সমাবেশে চাকরিপ্রত্যাশীরা মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে করোনাকালীন প্রণোদনা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানান। চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা সমাবেশ থেকে মুজিববর্ষের উপহার, ৩২ হোক ৩২ হোক, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ রহমান সেতু বলেন, ‘করোনার এ অচলাবস্থায় সব বয়সের শিক্ষার্থী-চাকরিপ্রত্যাশী ইতিমধ্যে দেড় বছর হারিয়ে ফেলেছেন। সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ হওয়ায় করোনার শুরুতে যাদের বয়স ২৮ ছিল তাদের সময়ও শেষ হওয়ার পথে। এ মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা না হলে দুর্দশার শেষ থাকবে না।’ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বহির্বিশ্ব আপনাকে মাদার অব হিউমিনিটি উপাধিতে ভূষিত করেছে। আপনি এখন আমাদের মতো বেকারদের দিকে তাকান। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে আমাদের হতাশা থেকে মুক্ত করুন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর