শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

চকরিয়া-পেকুয়ার এমপিকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য (এমপি) জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ করেছে তার কর্মী-সমর্থকরা। চকরিয়া-পেকুয়ার বিভিন্ন সড়কে বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টাব্যাপী টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ হয়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে রাত সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের জরুরি সভা শেষে এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে চকরিয়া পৌর শহরের চিংড়ি ভাস্কর্য চত্বরে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরীকে লাঞ্ছিত করা হয়। এ সময় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর