শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

সুনামগঞ্জে রেললাইন চান পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বর্তমান সরকারের আমলে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হলেও রেললাইনের দাবিটি এখনো রয়েছে উপেক্ষিত। তবে দীর্ঘদিনের এ দাবি আদায়ে আবারও সক্রিয় হয়েছেন জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা। সেই দাবির সঙ্গে একাত্ম হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুুল মোমেন। রেলমন্ত্রীর কাছে প্রেরিত ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের প্রত্যেক জেলায় রেলপথ স্থাপনের কাজ এরই মধ্যে শুরু করেছে। এর মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। সে হিসেবে ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ স্থাপনের বিষয়টি হাওরবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবি। তিনি আরও উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ স্থাপনের ঘোষণা দেন। পরবর্তীতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। কিন্তু এখনো সেই রেলপথ হয়নি। এদিকে একই দাবিতে রেলপথমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন সুনামগঞ্জ জেলার পাঁচ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা ও শামিমা শাহরিয়ার খানম।

অভিযোগ অনুযায়ী, হাওরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য সারা দেশে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় সংশ্লিষ্টদের। এক্ষেত্রে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ধর্মপাশা উপজেলার বাসিন্দারা বেশি অবহেলিত। স্বাধীনতা পরবর্তী সময়ে একাধিকবার সুনামগঞ্জে রেললাইন স্থাপনের বিষয়টি অনেকদূর এগিয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর