শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

প্রথমবারের মতো ডাইভিং বোট তৈরি হচ্ছে খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উন্নত দেশগুলোতে নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ডাইভিং বোটকে কাজে লাগানো হয়। বাংলাদেশে এতদিন বিভিন্ন জলযানের যন্ত্রাংশ সংযোজন করে ডাইভিং বোট হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এবারই প্রথম বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে অত্যাধুনিক তিনটি ডাইভিং বোট তৈরি হচ্ছে। এর মাধ্যমে সমুদ্রের তলদেশে ডুবুরিদের অনুসন্ধান কাজে সহায়তা, পানির নিচে ধাতব বস্তু চিহ্নিতকরণ, ভিডিও ক্যামেরার মাধ্যমে অনুসন্ধানসহ নৌবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। গতকাল খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ডাইভিং বোট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। জানা যায়, প্রতিটি ডাইভিং বোটের দৈর্ঘ্য ৩৮.৯ মিটার, প্রস্থ ৯ মিটার, ড্রাফট ২.২ মিটার ও সর্বোচ্চ গতি ১৫ নটিক্যাল মাইল। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম জাকিরুল ইসলাম জানান, দেশে প্রথমবারের মতো এ ধরনের অত্যাধুনিক ডাইভিং বোট তৈরি হচ্ছে। এতে ডুবুরিদের অপারেশন্স কাজে ও প্রশিক্ষণে সহায়তা করা ছাড়াও ডাইভিং ট্রিটমেন্ট কার্যক্রমসহ সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।

একই সঙ্গে পানির নিচের মূল্যবান সম্পদ আহরণের মাধ্যমে ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনাকে কাজে লাগানো যাবে।

এই ডাইভিং বোটে রাডার, গতিপথ নির্ণয়ক কম্পাস, পানির গভীরতা নির্ণয়ের ব্যবস্থা থাকবে। খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বোট নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে (কিল লেয়িং) উপস্থিত ছিলেন। জানা যায়, খুলনা শিপইয়ার্ড এরই মধ্যে যুদ্ধ জাহাজসহ ৭৩০টি জাহাজ নির্মাণ ও ২৩৮৩টি জাহাজে মেরামতের কাজ করেছে। দেশের মাটিতে পাঁচটি প্যাট্রোল ক্রাফট ও দুটি লার্জ প্যাট্রোল ক্রাফট নির্মাণ করে নৌবাহিনীকে হস্তান্তর করেছে। নৌবাহিনীর জন্য আরও পাঁচটি প্যাট্রোল ক্রাফট নির্মাণের কাজ চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর