রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

রেলওয়ের গুরুত্বপূর্ণ পদে রদবদল আসছে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেলওয়ের গুরুত্বপূর্ণ পদে রদবদল আসছে

বাংলাদেশ রেলওয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আসছে শিগগিরই। ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলও হয়েছে। ‘গুরুত্বপূর্ণ পদে শূন্যতা পূরণ, ট্রেন পরিচালনায় আরও গতিশীলতা আনয়ন, সময়মতো ট্রেন চলাচল, রেলওয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে দায়িত্বশীল সমন্বয়কসহ নানাবিধ অনিয়মের ঊর্ধ্বে থেকেই কাজ করবেন’ এমন শীর্ষ কর্তা খুঁজছেন রেলওয়ে প্রশাসন। সেই সন্ধানের পাশাপাশি সিনিয়র-জুনিয়ন বিবেচনায় রেখেই রেলওয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আসছে শিগগিরই। চলতি সপ্তাহের মধ্যে ব্যাপক রদবদল সম্ভাবনা নিশ্চিত করেছে রেলওয়ের নির্ভরযোগ্য সূত্র। সূত্রে জানা গেছে, রেল ভবনের পাশাপাশি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আসতে পারে। এই পদে কারা আসছেন, সেই আলোচনা চলছে রেল অঙ্গনে। আলোচনায় আছেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ, পূর্বাঞ্চলের এডিশনাল জিএম নুর মোহাম্মদ, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, রেলওয়ের কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক এস এম মুরাদ হোসেন, পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) মো. নাজমুল হোসেন, পূর্ব-পশ্চিমের এডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (এডি. সিওপিএস-শূন্য পদ), চিফ পার্সোনাল অফিসার (সিপিও-শূন্য পদ), ডিআরএম (চট্টগ্রাম) তারেক মো. সামস তুষারসহ আরও কয়েকটি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একাধিক কর্মচারী পদে রদবদল হতে পারে। ইতিমধ্যে মো. হাবিবুর রহমানকে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বৈদ্যুতিক কর্মকর্তা থেকে প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা হিসেবে, পলাশ কুমার সাহাকে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক কর্মকর্তা থেকে উপপরিচালক (ই-৩) রেল ভবনে এবং চলমান বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) সরদার শাহাদাত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রশাসনিক স্বার্থেই বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বিবেচনা করে রদবদল করা হয়। ইতিমধ্যে কয়েকটি রদবদল হয়েছে। সরকারি চাকরির কারণে যখন যেখানে বদলি করা হয়, সেখানেই কাজ করতে হবে।

সর্বশেষ খবর