রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

শ্রীপুরের কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে

মাহবুবুর রহমান, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরের কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে

শ্রীপুরের কাঁঠালের ঘ্রাণ দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে। এখানকার কাঁঠাল রপ্তানি হচ্ছে ভিনদেশে। গাজীপুরের শ্রীপুরে রয়েছে অসংখ্য কাঁঠালবাগান। উপজেলার প্রায় সব ইউনিয়নে গাছে গাছে শোভা পাচ্ছে হাজার হাজার কাঁঠাল। প্রতিটি রাস্তার দুই পাশে সারি সারি কাঁঠাল গাছে ঝুলছে কাঁঠাল। শ্রীপুরকে কাঁঠালের রাজধানী বলা হয়ে থাকে। পাইকার রতন মিয়া জানান, শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। এখান থেকে কাঁঠাল ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, সন্দ্বীপসহ যাচ্ছে দেশের প্রায় সব জায়গায়। উপজেলার জৈনাবাজারে পাইকারি কাঁঠাল কিনতে আসা ব্যবসায়ী ফিরোজ আলম বলেন, শ্রীপুরের উৎপাদিত কাঁঠাল শুধু বাংলাদেশে নয়, এই কাঁঠাল বর্তমানে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। তিনি জানান, সৌদি আরব, কুয়েত, ওমানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কাঁঠাল রপ্তানি হচ্ছে। শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ এস এম মূয়ীদুল হাসান বলেন, “শ্রীপুরে প্রায় ৩ হাজার ৬৯০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হচ্ছে। কাঁঠালের উৎপাদন বৃদ্ধির জন্য চাষিদের মধ্যে সার, পানি ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শ্রীপুরে উৎপাদিত কাঁঠাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও যাচ্ছে।

সর্বশেষ খবর