রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

এবারও হচ্ছে না হজরত শাহজালাল (রহ.)-এর ওরস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনা সংক্রমণ না কমায় এবারও হচ্ছে না হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস। স্বাস্থ্যবিধি বিবেচনায় এবার ৭০২তম ওরস স্থগিতের কথা জানিয়েছেন মাজারের মোতাওয়াল্লি ফাতেহ উল্লাহ আল আমান। গতকাল দুপুরে দরগাহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওরস স্থগিতের বিষয়টি জানান মোতাওয়াল্লি।

তিনি জানান, আগামী ১১ ও ১২ জুলাই হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী বার্ষিক ওরস হওয়ার কথা ছিল। ওরসে প্রতি বছর লাখো ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লি ভিড় করেন। এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে ওরস হলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় এবার ওরস স্থগিত করা হয়েছে।

মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, আমরা প্রথমে ভক্ত-অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষার জন্য ওরস আয়োজন করতে চেয়েছিলাম। এ লক্ষ্যে গত সপ্তাহে লোক সমাগম ছাড়া মাজারের লাকড়ি তোড়া উৎসবও করি। কিন্তু ওইদিন দেখা যায়, কাউকে না বললেও অনেক লোক মাজারে জড়ো হন। তাই ওরসের আয়োজন করলে ভক্তদের উপস্থিতি ঠেকানো যাবে না। এ কারণে ওরস স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর