রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

বাজেটে জীবন-জীবিকা গুরুত্ব পায়নি

সিপিডির সংলাপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে জীবন-জীবিকা হুমকিতে। এ বছরের বাজেটটি ছিল বিশেষ পরিস্থিতিতে জীবন-জীবিকার বাজেট। কিন্তু বাজেটে জীবন-জীবিকা গুরুত্ব পায়নি। বাজেট নিয়ে এবার সংসদীয় কমিটিতেও আলোচনা হয়নি। এ ছাড়া প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কারোনায় দারিদ্র্য পরিস্থিতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে পরিসংখ্যানের স্বচ্ছতা নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট নিয়ে ভার্চুয়াল সংলাপে গতকাল বক্তারা এসব কথা বলেন। এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত উদ্যোক্তাদের খেলাপি না করার দাবি জানান ব্যবসায়ীরা। তারা আরও বলেন, প্রস্তাবিত অগ্রিম আয়কর কার্যকর হলে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিপিডির চেয়ারম্যান ড. রেহমান সোবহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। মূল প্রবন্ধে ড. ফাহমিদা খাতুন বলেন, বাজেটে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রাটা বড় নয়। তবে ব্যয় করার সক্ষমতা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। বছরে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫১ হাজার কোটি টাকা। সিপিডি মনে করছে, বাস্তবে ২ লাখ ৯৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে। অন্যদিকে এবার বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এই কর ছাড় ইতিবাচক। এতে দেশীয় শিল্প সুরক্ষা পাবে। কিন্তু এই পরিমাণ করছাড়ের পর আয়ের লক্ষ্যমাত্রা পূরণ অত্যন্ত চ্যালেঞ্জের। এ ছাড়া ১ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে।

 এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ৫২.৮ শতাংশ অর্থায়নের কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর