রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

আদমজী ইপিজেডে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আদমজী ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসারের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টা থেকে ইপিজেডের সামনে কুনতুং অ্যাপারেলস লিমিটেডের চাকরিচ্যুত শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে সড়কে অবস্থান নেন। এতে আনসার সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। শ্রমিকরা জানান, মালিকপক্ষের দেওয়া সময় অনুযায়ী বকেয়া বেতনের জন্য সকাল ৭টায় ইপিজেডের প্রধান গেটের সামনে চিটাগাং রোড-আদমজী-নারায়ণগঞ্জ মহাসড়কে অবস্থান নেন প্রতিষ্ঠানটির ২ শতাধিক শ্রমিক। এ সময় ইপিজেডের আনসার সদস্যরা নারী ও পুরুষ শ্রমিকদের ওপর অহেতুক লাঠিচার্জ করেন। ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে দুই দফায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি রেজা মো. গোলাম মাসুম প্রধান মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য আন্দোলনরত শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা তাদের কথা মেনে না নিয়ে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ ও আনসারদের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা ইট-পাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে।

সর্বশেষ খবর