সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

গার্ড অব অনার : নারী কর্মকর্তায় আপত্তি সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

সরকারি নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান বা ‘গার্ড অব অনার’ জানায় স্থানীয় সরকার প্রশাসন। এ সময় ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকেন ও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেক উপজেলায় ইউএনওর দায়িত্বে রয়েছেন নারী কর্মকর্তারা। কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তা বা মহিলা ইউএনওকে বাদ দিয়ে বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া শিশুপার্কের স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ করেছে কমিটি।সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল, মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর