সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

চসিকের সার্ভার হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যু, মামলা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিনটি ওয়ার্ডের জন্মনিবন্ধন সনদ প্রদানের সার্ভার হ্যাক করে ১৩টি সনদ ইস্যু করা হয়। ইস্যুকৃত সনদগুলোর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে কক্সবাজার ও টেকনাফ এলাকার। এ নিয়ে চসিকের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী পতেঙ্গা থানায় এবং ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের জন্মনিবন্ধন সহকারী বাদী হয়ে চকবাজার থানায় পৃথক মামলা দায়ের করেন। ৬ জুন মামলাগুলো দায়ের করা হয়। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গারা চট্টগ্রাম শহরে এসে হ্যাকারের মাধ্যমে জন্মসনদ গ্রহণ করেছেন। নিয়ম মতে, জন্মনিবন্ধন সংক্রান্ত সব তথ্য জন্মনিবন্ধন সহকারীর আইডিতে আসে। এরপর তথ্যগুলো অধিকতর যাচাইয়ের জন্য দেওয়া হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের আইডিতে। ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে নতুন পাসওয়ার্ড দেওয়া হয়। নতুন পাসওয়ার্ড দিয়ে কাজ শুরু করলে দেখা যায়   সফটওয়্যারটি হ্যাক করা হয়েছে। হ্যাক করে ১৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর