সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ঢাকায় আটকেপড়া ইতালি প্রবাসীদের মানববন্ধন

ইতালিতে ফিরে যাওয়ার ফ্লাইট চালু, বৈধ অভিবাসীদের বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানো ও সহজ শর্তে রি-এন্ট্রি ভিসা দেওয়ার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন আটকেপড়া ইতালিপ্রবাসী বাংলাদেশিরা। গতকাল  জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে ইতালি সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে সব বাধা অপসারণে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্‌বান জানানো হয়। মানববন্ধন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং ডিসি ডিপ্লোমেটিক গুলশানের মাধ্যমে ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর