মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

কারখানা স্থাপনে ইয়ানমার-টাটার সঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

কারখানা স্থাপনে ইয়ানমার-টাটার সঙ্গে আলোচনা

বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপনে জাপানের ইয়ানমার ও ভারতের টাটা কোম্পানির মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরি করতে চাই। বর্তমানে বেশির ভাগ যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়। তা আমরা কমিয়ে আনতে চাই। ইতিমধ্যে আমরা ইয়ানমার, টাটাসহ অনেক কোম্পানির সঙ্গে কথা বলেছি; তাদের অনুরোধ করেছি, যাতে তারা বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন করে। কৃষিমন্ত্রী গতকাল রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের’ জাতীয় কর্মশালায় এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে ৩ হাজার ২০  কোটি টাকার প্রকল্প। এর ফলে কৃষকরা ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র পাচ্ছে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে দক্ষ জনবল  তৈরিতে মাঠপর্যায়ে কৃষি প্রকৌশলীর ২৮৪টি পদ সৃজন করা হয়েছে। ফলে দেশের কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে ও যান্ত্রিকীকরণের সুফল পাওয়া যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর