মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

উচ্চশিক্ষা ও গবেষণায় কোনো ছাড় নয় : ইউজিসি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান চালিকাশক্তি হবে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা। লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা ও গবেষণায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, ইউজিসির মূল লক্ষ্যই হচ্ছে গুণগত-মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় যেন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারে সে জন্য নিজ নিজ অবস্থান ও সক্ষমতা অনুযায়ী উচ্চশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ অবদান রাখতে হবে। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ রাখতে উদ্ভাবন করতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর