মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

টাইম স্কেল বহাল রাখতে ৪৮ হাজার শিক্ষকের আপিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের টাইম স্কেল ফেরত নিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী শিক্ষকদের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি বলেন, ‘টাইম স্কেল ফেরত নিতে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বৈধতা প্রশ্নে হাই কোর্ট রুলটি খারিজ করে দেয়। আমরা ওই খারিজাদেশের বিরুদ্ধে আপিল করেছি।’

মোকছেদুল বলেন, ‘শিক্ষকদের টাইম স্কেল ফেরত নিতে অর্থ মন্ত্রণালয় যে পরিপত্র জারি করে, সেটি অন্যায়। অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে অর্থ বরাদ্দ করা। শিক্ষা মন্ত্রণালয় কোন খাতে ব্যয় করছে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার।’

তিনি বলেন, কিন্তু দেখা যায়, সেখানেও অর্থ মন্ত্রণালয় খবরদারি করে। এমন কোনো বিধান নেই। বরং আইনে বলা আছে, বরাদ্দ করা অর্থ কোন খাতে ব্যয় করবে সেটি প্রত্যেক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা আপিল করেছি, আশা করি সেখান থেকে আমাদের পক্ষে রায় পাব।

সারা দেশে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের টাইম স্কেল ফেরত দিতে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নিয়ে জারি করা রুলটি গত ২৭ ফেব্রুয়ারি খারিজ করে রায় দেয় হাই কোর্ট। রায়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে রিটকারীরা চাইলে মামলা কতে পারবে বলেও উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর