মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

পাপুলের আসনে উপনির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

মানব ও অর্থ পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত কাজী শহিদ ইসলাম পাপুলের শূন্য আসন লক্ষীপুর-২-এ উপনির্বাচন স্থগিত চেয়ে এক রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে আসনটিতে ২১ জুন ভোট নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে ৮ জুন রিটটি করেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া। শুনানি নিয়ে রিটটি খারিজ করে দিল আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর