শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা
গ্রেফতার অভিযানে পুলিশ প্রশাসন

চট্টগ্রাম কলেজে আবারও উত্তাপ

হামলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও বহিরাগতদের উপস্থিতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত বুধবার কলেজ ছাত্রলীগের নেতাদের ওপর হামলার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে সাতজন আহত ও অস্ত্রসহ একজনকে আটকও করেছে পুলিশ। এ ঘটনার জের ধরেই টানা পাঁচ ঘণ্টা থানায় অপেক্ষার এক দিন পরেই মামলা গ্রহণ করেছে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ। মামলায় পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার বিতর্কিত নুরুল মোস্তফা টিনুকে বাদ দেওয়ার নানা কৌশল নেওয়ায় দেরি হয়েছে বলে ছাত্রলীগ নেতাদের দাবি। গতকাল ছাত্রলীগের নেতাদের চাপের মুখেই প্রধান আসামিসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা (নং- ১৫(৬)২১) করা হয়েছে। এ মামলার বাদী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল সায়মুন। মামলার আসামিদের গ্রেফতারে প্রশাসন অভিযানও শুরু করেছে বলে জানা গেছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, এজাহার হিসেবে জমা দেওয়ার পর টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও মামলা গ্রহণ করতে গড়িমসি করছিল। দীর্ঘ অপেক্ষা শেষে মামলাটি গ্রহণ করেছে এবং প্রধান আসামি নুরুল মোস্তফা টিনুকে বাদ দেওয়ার কথাও বলেছেন থানা পুলিশ। তবে কেন বাদ দিতে বলেছেন, তার রহস্য জানি না। মামলা গ্রহণের বিষয়টি জানিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টিনুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখানে চট্টগ্রাম কলেজ ছাত্র ও বহিরাগতরাও আসামি রয়েছে। তবে মামলা গ্রহণের ক্ষেত্রে যাচাই-বাছাই করার জন্য কিছুটা সময়ক্ষেপণ হয়েছে। এতে কাউকে বাদ দেওয়ার বিষয়ে কোনো কিছু বলা হয়নি। তবে পলাতক আসামিদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর