রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষার্থীদের বৃষ্টিতে দাঁড় করিয়ে এমপিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য কোমলমতি শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল দেবিদ্বারের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় ভবনের সম্প্রসারিত অংশ এবং নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রাক্কালে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ইসলামকে (কুমিল্লা-৪) ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সূত্রমতে, করোনার কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ‘করোনার কারণে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবতে পারছি না’- সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন ঘোষণা দিয়েছেন। তারপরও শিক্ষার্থীদের বাড়ি থেকে ডেকে এনে বৃষ্টিতে দাঁড় করিয়ে রাজকীয় ফুলেল শুভেচ্ছা নেওয়ায় এলাকায় দলীয় নেতা-কর্মী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ পাটোয়ারি আগে থেকেই শিক্ষার্থীদের বাড়িতে নোটিস পাঠান ভবন উদ্বোধনের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকতে এমপি সাহেব নির্দেশনা দিয়েছেন। প্রধান শিক্ষকের এমন নোটিস পেয়ে করোনার শঙ্কা নিয়ে শিক্ষার্থীদের নিয়ে বেলা ২টা থেকে স্কুলে আসতে থাকে শিক্ষার্থী ও কিছু অভিভাবক। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই ‘এমপি সাহেব’ আসছেন এ জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতে বলেন স্কুলের শিক্ষকরা। ফুল হাতে স্কুল ভবনের সামনে ও ভিতরে বৃষ্টিতে ভিজে ‘এমপিকে ফুলেল শুভেচ্ছা’ জানাতে দাঁড়িয়ে থাকেন শিক্ষার্থীরা। পরে বিকাল ৪টার দিকে উপস্থিত হন এমপি রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির উদ্দিন ভুইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, বরকামনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এমপি রাজী ফখরুলের সঙ্গে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ পাটোয়ারি শিক্ষার্থীদের আনার কথা স্বীকার করে বলেন, শুধু নবম শ্রেণির ছাত্রীদের আনা হয়েছিল। তারা রাস্তায় দাঁড়িয়েছিল ঠিকই, তবে সেসময় বৃষ্টি হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর