রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা
উপনির্বাচনে অংশগ্রহণ

শোকজের জবাব দিলেন বিএনপি নেতা শফি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছিল সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীকে। গত মঙ্গলবার রাতে কেন্দ্র থেকে তাকে শোকজ করে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল। গত শুক্রবার তিনি ওই নোটিসের জবাব দিয়েছেন।

তিন পাতার জবাবে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী বলেছেন, এলাকার লোকজনের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এটাই তার জীবনের শেষ নির্বাচন। তিনি আশাবাদী উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

শফি আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় দফতরে চিঠির জবাবে তিন পাতার একটি জবাব দিয়েছি। ওই জবাবে নির্বাচন করার কারণ, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী এলাকার অবস্থা সবই বর্ণনা করেছি। এখন দল সিদ্ধান্ত নেবে।’

করোনা আক্রান্ত হয়ে গত ১১ মার্চ সিলেট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর