রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

গুম ও আত্মগোপন ইস্যু নিষ্পন্ন করুন : রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে বলেছেন, গুম ও আত্মগোপন ইস্যু দ্রুত নিষ্পন্ন করুন। এই ইস্যুর কারণে রাষ্ট্রে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। এতে জনগণ গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। নিয়মিত বিরতিতে এই ধারাবাহিক গুম এবং অজ্ঞাতবাসের নাটক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই জাতি-রাষ্ট্রে চলতে পারে না।

ইসলামী বক্তা আবু ত্ব-হাসহ চারজনের নিখোঁজ এবং প্রত্যাবর্তন বিষয়ে আ স ম আবদুর রব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থেই গুম হচ্ছেন তাদের সম্পর্কে সরকার নিষ্ক্রিয় এবং গুম হওয়া ব্যক্তির স্বজন বা পরিবারের আহাজারিতে সরকার ন্যূনতম প্রতিক্রিয়াও ব্যক্ত করছে না। আর যারা অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তন করছেন তাদের নিয়ে পুলিশের একতরফা বক্তব্য সংকটের নিরসন তো করছেই না, বরং তা জনগণের মাঝে ক্রমাগত ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। আবু ত্ব-হাসহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপন করে থাকলে স্বচ্ছতার প্রশ্নে তাদের ভাষ্য জনসম্মুখে প্রচার করা জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর